আড়ালে __ ভালোবাসি......পর্ব: 2

 


#আড়ালে_ভালোবাসি 

#পর্ব:2

#লেখনিতে:রিদিকা আফরোজ রোজা 


আইরা আর নিশাত কে খাইয়ে দুই জন কে দুই রুমে দিয়ে আসা হলো আইরা কে আরসাল এর রুমে আর নিশাত কে আবির এর রুমে। নিশাত রুমে ডুকে কাটে বসে ভাবতে থাকে কি করে ওর প্লান সফল করবে। তখনি নিশাত এর ফোনে কল আসে স্কিনে নাম টা দেখে নিশাত এর মুখে হাঁসি ফুটে উঠে। নিশাত বলে হেলো রায়ান জান কি করছো তুমি। অপর দিখ থেকে রায়ান বলে কিছু না বেবি বসে আছি তা তোমার স্বামী কোথায়? নিশাত বলে বাহিরে আছে হয়তো। রায়ান বলে শুনো আবির যেনো কোনো মতে আমাদের প্লান না যানতে পারে এমন কিছু করবে না যাতে ওর মনে সন্দেহ ডুকে যাই ।দরকার পরলে ফিজিক্যাল রিলেশন এ ও যাবে বলেই ফোন কেটে দেই। এই দিখে নিশাত ভাবছে রায়ান এটা কি করে বলতে পারলো ও তো আমাকে ভালোবাসে তাহলে আরেক জন এর সাথে ফিজিক্যাল রিলেশন এ যেতে বলছে। তখনি মনে মনে বলে না নিশাত রায়ান কে ভুল বুজবি না ও ঠিক বলেছে না হলে আবির সন্দেহ করবে......


আইরা রুমে বসে ভাবছে আবির এর কথা 15 বছর এর কিশোর মনে প্রথম ভালোবার ফুল ফুটিয়ে ছিলো 23 বছর এর যুবক তিন বছর এর ভালোবাসা কি করে ভুলে গেলো আবির চোখের জল মুছে বলে আর কাদবো না বেইমান টার জন্য ও সুখে আছে আমি কেনো কষ্ট পাবো। এই দিখে ছাদের উপর দারিয়ে আইরার কথা ভেবে চোখের জল পেলছে আরসাল। তখনি কেউ পিছন থেকে আরসাল এর কাঁধে হাত রাখে আরসাল ঘুরে দেখে আরহাম। আরহাম আরসাল কে উদ্দেশ্যে করে বলে কাঁদছিস তুই। আরসাল বলে আমার ভুলের জন্য আজ আইরা সবার সামনে অপমানিত হলো কাঁদলো যাকে হাঁসি খুশি রাখার জন্য তিন বছর আগে নিজের সব আবেগ ভালোবাসা মাটি চাপা দিয়ে আবির এর হাতে তুলে দিয়েছি আর সেই আবির ওকে কষ্ট দিলো আমার উচিত ছিলো ওই দিন জোর করে আইরা কে নিজের করা। আরহাম আরসাল এর হাতে দরে বলে কেনো নিজেকে দোষ দিচ্ছিস তুই তোর কোনো দোষ নেই আইরার ভুল সব। তুই তো আইরা আর আবির দুই জন কে ভালোবাসি আর তুই তোর দুই ভালোবাসার মানুষকে এক করতে নিজের ভালোবাসা সেক্রিফাইস করলি এখন কেনো নিজেকে দোষ দিচ্ছিস। আরহাম এর কথা শুনে আরসাল ভাবছে তিন বছর আগের কথা।


তিন বছর আগে

আইরা কে ছোট থেকে পছন্দ করে আরসাল আইরার যখন 13 বছর বয়স তখন থেকে কিন্তু কখনো বলেনি শুধু আরহাম যানতো। আরসাল আইরা কে ভালোবাসলে ও খুব শাসন করতো আইরা কে। আর ছোট থেকে আইরা আরসাল কে ভয় পাই আরসাল এর রাগ এর জন্য। আরসাল আইরা কে ভালোবাসলে ও তা প্রকাশ করেনি। দিন যাচ্ছে আরসার এর ভালোবাসা বারছে ততো টা। এই ভাবে কয়েক বছর কেটে যাই। আবির ছিলো ফুফুর কাছে লন্ডন এ পড়া শুনা করতো আইরার যখন 15 বছর বয়স তখন প্রথম আবির এর সাথে দেখা আইরার জন্মদিন দিন এরপর ভালোবাসা। আইরা যেই দিন আবির কে ভালোবাসি বলেছিলো সেটা আরসাল দেখতে পাই। আরসাল আগে থেকে বুজতে পারতো আইরা আবির এর সাথে থাকলে হাসি খুশি থাকে। আর আবির এর আইরার জন্য পাগলামি সব দেখে আরসাল আর প্রকাশ করে নি নিজের মনের কথা আরহাম অনেক বলেছে কিন্তু আরসাল এর এক কথা সে তার আদরের ছোট ভাই আর ভালোবাসার মানুষ এর মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে থাকবে না যদি ভাগ্য রাখে আইরা ঠিক তার হবে। আরহাম এর ধাক্কা খেয়ে হুঁশ আসে আরসাল এর। আরসাল আরহাম এর হাত দরে বলে তোকে বলেছিলাম না আইরা যদি আমার ভাগ্য থাকে ঠিক আসবে তাই হলো। আরহাম আরসাল এর হাত দরে বলে এবার বলে দে তুই আইরা কে ভালোবাসিস। আরসাল বলে কখনো না আইরা এতো অল্প বয়সে একটা ধাক্কা খেয়েছে এখন ও এসব মানতে পারবে না আমি চাই ও আমার সাথে থেকে আমার প্রতি ওর ভালোবাসা জন্ম হোক। আর ও নিজে থেকে আমাকে বলোক ভালোবাসে। আমি আইরা কে নিজের জীবনের ছেয়েও বেশি ভালোবাসি ওর আড়ালে কখনো ওকে যানতে ও দিবো না যতো দিন না ও আমাকে ভালোবাসতে পেরেছে। আমি ওর কাছে ঠিক সেই ছোট বেলার রাগি আরসাল ভাইয়া হয়ে থাকতে চাই যাতে আইরা কে কনটরুল এ রাখতে পারি। আরহাম বলে তোর ইচ্ছা যাই হোক রুমে যা আইরা এখা আছে। আরসাল মাথা নারিয়ে রুমে দরজার সামনে গিয়ে মুখ টা কে গম্ভীর করে ভিতরে ডুকে.........

চলবে......

Post a Comment

Previous Post Next Post